Tripura News Live

[t4b-ticker]

বুধবার সাংগঠনিক বৈঠকে উত্তর জেলায় দু’দিনের প্রবাসে গেলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য

বুধবার সাংগঠনিক বৈঠকে উত্তর জেলায় দু’দিনের প্রবাসে গেলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।এদিন প্রথমে ৫৪ কদমতলা কুর্তি বিধানসভার কদমতলা বাজারস্থিত কদমতলা কুর্তি মন্ডল বিজেপি কার্যালয়ে এক সাংগঠনিক সভায় যোগ দেন তিনি।সেখান থেকে ৫৫ বাগবাসা মন্ডল এবং ৫৬ ধর্মনগর মন্ডল কার্যালয়ে সাংগঠনিক বৈঠক করেন তিনি। এদিনের তিনটি মন্ডলে সাংগঠনিক বৈঠকে প্রদেশ সভাপতির সঙ্গে ছিলেন আসাম ও ত্রিপুরা প্রদেশের সংগঠন মহামন্ত্রী ফনীন্দ্রনাথ শর্মা, উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী মলিনা দেবনাথ ও প্রদেশ বিজেপি আইটি ইনচার্জ চন্দন দেবনাথ সহ অন্যান্যরা। মূলত তিনটি মন্ডল বিজেপি কার্যালয়ে মন্ডল কমিটির সকল পদাধিকারী, পঞ্চায়েত সমিতির, চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

ADVERTISEMENT

Click here