বৃহস্পতিবার কয়েক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয় রাজধানী আগরতলা। এমন পরিস্থিতিতে শহরের বিভিন্ন প্রভাবিত স্থান পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান শহরের সবকটি পাম্প মেশিনই কাজ করছে। জল দ্রুত নামবে। এদিকে একই সময়ে পরিস্থিতি খতিয়ে দেখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
জলের সমস্যা থেকে দ্রুত উত্তরণের জন্য যাবতীয় পদক্ষেপ নিতে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি।