Tripura News Live

[t4b-ticker]

বৃহস্পতিবার ড্রাগস ও নেশার বিরুদ্ধে পশ্চিম জেলা পুলিশ সুপারের নেতৃত্বে এক বিশেষ অভিযান চালায় পুলিশ

বৃহস্পতিবার ড্রাগস ও নেশার বিরুদ্ধে পশ্চিম জেলা পুলিশ সুপারের নেতৃত্বে এক বিশেষ অভিযান চালায় পুলিশ l তাতে সফলতা পায় পূর্ব থানা , পশ্চিম আগরতলা থানা এবং সিধাই থানার পুলিশ l এদিন সার্বিক বিষয় নিয়ে পূর্ব আগরতলা থানায় সাংবাদিক সম্মেলন করলেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার l সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে ও পূর্ব আগরতলা থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ রানা চ্যাটার্জি সহ অন্যান্য পুলিশ অফিসাররা l

ADVERTISEMENT

Click here