বৃহস্পতিবার বিধানসভার লবিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শাসক দল বিজেপির ৩০ জন বিধায়ক সহ আইপিএফটির একজন ও কংগ্রেসের দু’জন বিধায়ক শপথ নিলেন। এদিন রাজ্য বিধানসভার নব নিযুক্ত প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস বিধানসভার নব নির্বাচিত সদস্য -সদস্যাদের শপথ বাক্য পাঠ করান। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ এদিন অনুপস্থিত ছিলেন। এদিকে এদিন নির্ধারিত সময়ে শপত্থ গ্রহন অনুষ্ঠানে না আসায় পরে প্রোটেম স্পিকারের কক্ষে শপথ নিলেন বামফ্রন্টের ১১ জন বিধায়ক। প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস তাদের শপথ বাক্য পাঠ করান। এদিন বিজেপির ৩০ জন বিধায়ক, আইপিএফটি দলের ১ জন বিধায়ক, কংগ্রেসের ২ জন বিধায়ক ও সিপিআইএমর ১১ জন বিধায়ক শপথ নেন। সর্বমোট ৪৪ জন বিধায়ক শপথ গ্রহণ করেন এদিন। প্রসঙ্গত,আগামী ২৪শে মার্চ থেকে শুরু হবে ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন। এই অধিবেশন চলবে তিন দিন।