ভারতমালা প্রকল্পে রাজ্যে ৮টি জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ যুদ্ধকালীন তৎপরতায় করা হচ্ছে : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
ভারতমালা প্রকল্পে রাজ্যে ৮টি জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ যুদ্ধকালীন তৎপরতায় করা হচ্ছে।
এরফলে আগামী ১ বছরের মধ্যে প্রতিটি জেলায় সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও সুসংহত হবে।
আর এটা হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের অন্যতম সুফল। আজ পশ্চিম জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে ভারতমালা প্রকল্পে জাতীয় সড়কের ডিপিআর সম্পর্কিত বৈঠকে অংশগ্রহণের পর সংবাদমাধ্যমকে একথা জানান তথ্য ও সংস্কৃতি এবং পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন এনএইচআইডিসিএল-এর পক্ষ থেকে ভারতমালা প্রজেক্টে পশ্চিম জেলার জিরানীয়া থেকে কালীতলা বাইপাস পর্যন্ত জাতীয় সড়ক সম্প্রসারণ করার বিষয়ে ডিপিআর (ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট পেশ করা হয়।
এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, পানীয়জল ও স্বাস্থ্যবিধান মন্ত্রী সুশান্ত চৌধুরী, পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, এনএইচআইডিসিএল-এর জেনারেল ম্যানেজার সহ পূর্ত দপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরগুলির আধিকারিকগণ।