ভারতীয় রেল বোর্ডের তরফে আগরতলা – সাব্রুম, সাব্রুম – আগরতলা যাত্রীবাহী বিশেষ ডেমু ট্রেনের সময়সূচী ঘোষণা করা হয়েছে । বিশেষ এই ট্রেনটি প্রতিদিন আগরতলা থেকে ছাড়বে দুপুর ২ টা,১৫ মিনিটে। সাব্রুম পৌছুবে বিকেল ৪ টা ৪৫ মিনিটে। ট্রেনটি ফিরতি যাত্রা হিসাবে সাব্রুম থেকে ছাড়বে বিকেল ৫ টায়, আগরতলায় পৌছুবে সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে। এই ট্রেনটি যাত্রাপথে সেকেরকোট, বিশালগড়, বিশ্রামগঞ্জ, উদয়পুর, গরজি, শান্তিরবাজার, বিলোনিয়া, জোলাইবাড়ি ও মনুবাজারে থামবে ।