ভারতে বর্তমানে মোট ৩৬টি রাফাল যুদ্ধ বিমান রয়েছে। এবার সেই সংখ্যাটা আরও বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্যারিস সফরে, তখনই এই গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। সম্প্রতি ভারতে রাফালের একটি ক্যাম্পেন হয়েছে। যুদ্ধ বিমানগুলি যে ভারতীয় নৌ-সেনাদের জন্য যোগ্য, সেটাই প্রমাণিত হয়েছে। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের এয়ার ক্রাফট কেরিয়ারের জন্যও এগুলি উপযুক্ত।গত বৃহস্পতিবার মোদীর প্যারিস সফর কালেও কয়েক হাজার কোটির চুক্তির কথা ঘোষণা করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২৬টি রাফাল ও তিনটি স্করপিন ক্লাস যুদ্ধ জাহাজ কেনার চুক্তি হয়েছে দুই দেশের। তবে দর নিয়ে এখনও আলোচনা চলছে বলে জানানো হয়েছে। সামরিক ক্ষেত্রে বরাবরই ভারত আমদানি করে থাকে ফ্রান্স থেকে। এর আগে ২০১৫ সালে মোদীর প্যারিস সফরকালে ৩৬টি রাফাল কেনার বিষয়ে চুক্তি হয় ভারতের সঙ্গে ফ্রান্সের।