ভারতে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহে প্রায় ৭৫ হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে বাড়ছে কোভিডে মৃত্যুর সংখ্যাও। উদ্বেগজনক হয়ে উঠেছে বাংলার পরিস্থিতিও। তবে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় কোভিডমুক্ত হয়েছেন ২ হাজারেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় অবশ্য করোনা সংক্রমণ বেশ খানিকটা কমেছে। ৭ হাজারের সামান্য বেশি মানুষ এদিন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে দেশের অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৬৫ হাজার ৬৮৩। খানিকটা কমেছে পজিটিভিটি রেটও। তবে গত এক সপ্তাহের পরিসংখ্যান রীতিমতো উদ্বেগজনক। গত আট মাসে এই প্রথমবার এক সপ্তাহে প্রায় ৭৫ হাজারের দোরগোড়ায় পৌঁছল কোভিড সংক্রমণের সংখ্যা।