ভিশন ডকুমেন্টে যে সকল প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল তা থেকে অনেক বেশি কাজ করেছে এই সরকার। ভারতবর্ষের মধ্যে সর্বক্ষেত্রে ত্রিপুরাকে এক নম্বর রাজ্যে পরিণত করতে হবে।
এজন্য নতুন উদ্দীপনা, উৎসাহ ও দৃঢ় মানসিকতা নিয়ে রাজ্যে দ্বিতীয়বার সরকার গঠনের লক্ষ্যে কাজ করতে হবে। আজ দেবীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিষয়ক বিপ্লব কুমার দেব।
মতবিনিময় অনুষ্ঠানে বিশালগড় ব্লকের প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ ও প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের সুবিধাভোগীদের মুখোমুখি হয়ে কেন্দ্র ও রাজা সরকারের বিভিন্ন প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন বিধায়ক তথ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।