মঙ্গলবার রাজধানীর প্রজ্ঞা ভবনে রাজ্যের আইন শৃঙ্খলার উপর এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উপস্থিতিতে আয়োজিত বৈঠকে রাজ্য পুলিশের ডি আই জি সহ রাজ্যের সব কয়টি জেলার প্রশাসনিক উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলার ব্যাপারে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। এদিন পর্যালোচনা বৈঠকের আগে রাজ্য পুলিশ প্রশাসনের উদ্যোগে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়।