মণিপুরের মুখ্যমন্ত্রী বিরেন সিংয়ের পদত্যাগ নিয়ে নাটক জারি রয়েছে। গত মাস দুয়েক ধরেই তিনি ‘যেতে পারি কিন্তু কেন যাব’ মনোভাবে বিরাজ করছেন। এবার মুখ্যমন্ত্রী জানালেন, যতই রাজ্যের আইন শৃঙ্খলার চূড়ান্ত ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠুক, বিরোধীরাও তাঁর পদত্যাগ দাবি করুন, তথাপি তিনি নিজে মুখ্যমন্ত্রীত্ব ছাড়ার কথা এখনই ভাবছেন না। তবে কিনা পদ ছাড়তে পারেন, যদি বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে নির্দেশ আসে। মণিপুরের জাতি হিংসা নিয়ে ঘরে-বাইরে চাপে থাকা গেরুয়া শিবির কি বিরেনকে সরিয়ে নতুন কোনও মুখ আনবে, সেটাই এখন প্রশ্ন।