Tripura News Live

[t4b-ticker]

মণিপুর ইস্যুতে এবার সিবিআইয়ের দ্বারস্থ হল কেন্দ্র

বহু তৎপরতার পর মণিপুর ইস্যুতে এবার সিবিআইয়ের দ্বারস্থ হল কেন্দ্র। জাতিগত দাঙ্গায় উতপ্ত উত্তর-পূর্বের মনিপুর রাজ্যে নারী নির্যাতনের ভয়াবহ ভাইরাল ভিডিওর তদন্তভার এবার সিবিআইয়ের হাতে তুলে দিল স্বরাষ্ট্র মন্ত্রক। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে নর্থ ব্লক। পাশাপাশি এই মামলার বিচার মণিপুরের বাইরে যাতে হয়, সেই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে চলেছে কেন্দ্র। প্রায় আড়াই মাস ধরে জাতিগত দাঙ্গায় অশান্ত মণিপুর নিয়ে চাপে কেন্দ্র। সংসদে বিরোধীরা লাগাতার এনিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে আসছেন। গত বুধবার লোকসভায় বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব গৃহীত হয়েছে। আস্থা ভোটে সংখ্যাধিক্যে কেন্দ্রের শাসক দলের হারের কোনও আশঙ্কা নেই। তবু প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে বিরোধী INDIA জোটের লাগাতর কর্মসূচিতে সংসদের অধিবেশন ভণ্ডুল হওয়ায় বেশ চাপে পড়েছে মোদি সরকার। এই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত, ভাইরাল হওয়া ভিডিও-র তদন্ত করুক কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই।

ADVERTISEMENT

Click here