মণিপুর রাজ্যে নগ্ন করে দুই মহিলাকে রাস্তায় ঘোরানোর ঘটনার ভিডিও ঘিরে তোলপাড় গোটা দেশ। কিন্তু ভিডিওটি ভাইরাল হওয়ার অনেক আগেই নাকি এই ঘটনার খবর পেয়েছিল জাতীয় মহিলা কমিশন। কিন্তু মহিলাদের বিবস্ত্র করে ঘোরানো এবং গণধর্ষণের সেই অভিযোগ কার্যত এড়িয়েই গিয়েছিল মহিলা কমিশন! এবার তেমন তথ্যই সামনে এল।গত ৪ ঠা মে’র ঘটনার ভিডিও বুধবার ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, নগ্ন অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুই মহিলাকে। অভিযোগ, গণধর্ষণেরও শিকার হয় তাঁরা। যা নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়। কিন্তু এক সর্বভারতীয় ইংরাজি সংবাদ মাধ্যমের তরফে খবর, গত ১২ই জুন জাতীয় মহিলা কমিশনের কাছে লিখিত ভাবে এই ঘটনার অভিযোগ জানানো হয়েছিল। প্রতিবেদনে ওই অভিযোগপত্রের একটি প্রতিলিপিও প্রকাশ করা হয়েছে। সেখানে তিনজন মহিলার উপর যৌন হেনস্তার অভিযোগের কথা উল্লেখ করা হয়। একইসঙ্গে তিনজনের মধ্যে দু’জনকে নগ্ন করে হাঁটানোর অভিযোগও ছিল l