মণিপুর রাজ্যে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে l এই পরিস্থিতিতে গত শুক্রবার সারাদিন ধরেই মণিপুরের মুখ্যমন্ত্রীর ইস্তফার ‘নাটক’ ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত পদত্যাগ আর করেননি এন বিরেন সিং। তা নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় রীতিমত ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, অত্যন্ত মর্মাহত হয়েই ওই সিদ্ধান্ত নিয়েছিলেন। পাশাপাশি মণিপুরের হিংসায় ‘বহিরাগত শক্তি’র উসকানি নিয়েও সরব হতে দেখা গিয়েছে তাঁকে।