মহাকাশে নয়া উড়ান ভারতের। আগামী ১৩ই জুলাই চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-৩। এদিন দুপুরে চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হবে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে। জানিয়েছেন ভারতের মহাকাশ গবেণষার সংস্থার প্রধান এস সোমনাথ।এবিষয়ে ইসরো প্রধান জানান, যে খারাপ আবহাওয়া বা অন্য কোনও কারণে ১৩ ই জুলাই উৎক্ষেপণ না করা হলে, আগামী ১৯ শে জুলাই পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এবারের মিশন সফল হবে বলে দাবি করেছেন তিনি। এর আগে আগামী ১২ থেকে ১৯শে জুলাইয়ের মধ্যে চন্দ্রযান-৩-কে চাঁদে পাঠানো হবে বলে জানিয়েছিলেন ইসরোর চেয়ারম্যান।