Tripura News Live

[t4b-ticker]

মালবাহী গাড়ি সমেত দুই লক্ষাধিক টাকার শুকনো গাঁজা উদ্ধার

পনেরো দিনের মাথায় বাগবাসা আউট পোষ্টের পুলিশের হাতে আবারো মালবাহী গাড়ি সমেত দুই লক্ষাধিক টাকার শুকনো গাঁজা উদ্ধার। সাথে আটক গাড়ি চালক সঞ্জীব নমঃ। স্হানীয় থানার রুটিন তল্লাশিতে সাফল্য বলে জানায় পুলিশ। শুক্রবার সকালে জাতীয় সড়কে পুলিশের রুটিন তল্লাশি চলাকালীন সময় একটি মালবাহী বলেরো পিকাপকে আটক করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির বিভিন্ন জায়গায় গোপন ভাবে লুকিয়ে রাখা নয় প্যাকেটে মোট একুশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে।

ADVERTISEMENT