Tripura News Live

[t4b-ticker]

মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পে ১,৯১০টি চা শ্রমিক পরিবারকে বিনামূল্যে জমি

মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পে ১,৯১০টি চা শ্রমিক পরিবারকে বিনামূল্যে জমি মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পে এখন পর্যন্ত রাজ্যের ১,৯১০টি চা শ্রমিক পরিবারকে বাসস্থানের জন্য রাজস্ব দপ্তরের মাধ্যমে বিনামূল্যে জমি বণ্টন করা হয়েছে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনীত আগরওয়াল এ সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে রাজস্ব দপ্তরের সাফল্যের বিভিন্ন তথ্য তুলে ধরে প্রধান সচিব জানান, রাজ্যের রাজস্ব বিভাগকে শক্তিশালী করার লক্ষ্যে ২০২২-২৩ অর্থ বছরে বিভিন্ন প্রশাসনিক ভবন নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছিল। এরমধ্যে বর্তমানে উত্তর ত্রিপুরা জেলাশাসক অফিস ভবন, সোনামুড়া মহকুমা শাসক কার্যালয়ের অফিস এবং ১১২ টি তহশীল কাছারির উন্নতিকরণের কাজ চলছে। এর জন্য বায় হবে ৫০ কোটি ৪২ লক্ষ টাকা। তাছাড়াও ২০২২-২৩ অর্থ বছরে রাজ্যে আরও ৪২টি নতুন তহশিল কাছারির অফিস নির্মাণ করার কাজ হাতে নেওয়া হয়েছিল। ইতিমধ্যেই ২০টি তহশিল কাছারির নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রধানসচিব জানান, ২০২৩-২৪ অর্থবর্ষে স্পেশাল অ্যাসিসটেন্স টু স্টেট স্কিমে ৫টি নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে। কাজগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ের অফিস কমপ্লেক্স নির্মাণ, সারুম মহকুমা শাসক কার্যালয়র অফিস ভবন নির্মাণ, কুমারঘাট মহকুমা শাসক কার্যালয়ের অফিস ভবন নির্মাণ, কৈলাশহর মহকুমা শাসক কার্যালয়ের অফিস ভবন নির্মাণ এবং ৩৮টি নতুন তহশিল কাছারির অফিস ভবন নির্মাণ। এই সমস্ত নির্মাণ কাজের জন্য ৭৮ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয় করা হবে। এছাড়াও সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনায় চলতি অর্থবর্ষে ৩টি প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। এজনা ব্যয় হবে ৩৫ কোটি ১৪ লক্ষ টাকা।

ADVERTISEMENT

Click here