বাম জামানার অফিস কালচার এখনো রাজ্যের বিভিন্ন অফিসে বর্তমান! মূলত কিছু দায়িত্বহীন কর্মচারীর কারণে সরকারের গুরুত্বপূর্ণ কর্মযজ্ঞে প্রতিকূলতা সৃষ্টি হচ্ছে।
বুধবার রাজ্যের মৎস্য মন্ত্রী সুধাংশু দাস সেই জিনিসটাই নিজের চোখে প্রত্যক্ষ করলেন। রাজধানীর কলেজটিলার ফিসারি অফিসের কর্মসংস্কৃতির হাল দেখে তীব্র প্রতিক্রিয়া করলেন।