Tripura News Live

[t4b-ticker]

মেরা মাটি মেরা দেশ কর্মসূচি সফল করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে প্রশাসন

মেরা মাটি মেরা দেশ কর্মসূচি সফল করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে প্রশাসন। গত ২৪ জুলাই মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বে বৈঠকের পর ৯ আগস্ট থেকে নানা কর্মসূচির ঘোষণা করা হয়। এরই অঙ্গ হিসাবে বুধবার আগরতলা পুর নিগমের ১৬ নং ওয়ার্ডে জাতীয় পতাকা উত্তোলন, কলসি নিয়ে মাটি যাত্রা করার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মেয়র দীপক মজুমদার জানান আজ থেকে প্রতিটি এলাকায় এই কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। মেরা মাটি মেরা দেশ কর্মসূচি সফল করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।

ADVERTISEMENT

Click here