রাজধানীর জিবি বাজার থেকে শুরু করে শ্যামলী বাজার হয়ে পুরাতন রাজভবন পর্যন্ত কোন বাইক, যানবাহন রাস্তার দু’পাশে রাখা যাবে না। এর জন্য দু’বেলা করে বিশেষ অভিযান চালাচ্ছে ট্রাফিক দপ্তর। যাতে করে চালকরা নো পার্কিং জোনে এদের যানবাহন না রাখতে পারেন।এবিষয়ে বুধবার এক সাক্ষাৎকারে ট্রাফিক পুলিশের ডি এস পি জানান, আগরতলা শহরে ৪৫/৪৬টি পার্কিং জোন আছে।আর ২২টি নো-পার্কিং জোন আছে। তাই রাজধানীর নো পার্কিং জোন গুলিতে বাইক, যানবাহন না রাখার বিষয়টি মাথায় রেখেই তিনদিন ব্যাপি স্পেশাল ড্রাইভের ব্যবস্থা করা হয়েছে। আগামী ৪ঠা আগষ্ট পর্যন্ত তা চলবে বলে তিনি জানান।