Tripura News Live

[t4b-ticker]

রাজধানীর পাশাপাশি এখন সব কয়টি মহকুমা গুলিতেও চলছে ব্রাউন সুগার নেশার ছড়াছরি

রাজধানীর পাশাপাশি এখন সব কয়টি মহকুমা গুলিতেও চলছে ব্রাউন সুগার নেশার ছড়াছরি। তারই এক জ্বলন্ত প্রমাণ মিলল বুধবার বিলোনিয়ার আর্য কলোনী এলাকায়। গাড়ির ভিতর ব্রাউন সুগার নেশা করছিলেন এক ব‍্যক্তি।তা প্রত্যক্ষ করতে পেরে ঐ ব‍্যক্তিকে বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। ধৃতের নাম দেবব্রত দত্ত। বিলোনিয়া থানাধীন ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত কৃষ্ণনগর এলাকার বাসিন্দা দেবব্রত পেশায় গাড়ি চালক। দেবব্রত নিজেই স্বীকার করেন গাড়িতে বসে ব্রাউন সুগারের নেশা করছিলেন l

ADVERTISEMENT

Click here