Tripura News Live

[t4b-ticker]

রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সংস্কৃতির বিকাশ একান্ত জরুরি : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তেলিয়ামুড়ার মহকুমাভিত্তিক বসন্ত উৎসব উদযাপন করা হয়।

তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কলাঙ্গম ডান্স একাডেমির যৌথ উদ্যোগে এবং তেলিয়ামুড়া পুরপরিষদের সহযোগিতায় আয়োজিত বসন্ত উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

উপস্থিত ছিলেন বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক মহম্মদ সাজাদ পি, বিশিষ্ট সমাজসেবক রঞ্জিত সূত্রধর, আসাম রাইফেলস হাইস্কুলের অধ্যক্ষ অঞ্জনা রাখল প্রমুখ।

উদ্বোধকের বক্তব্যে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে সংস্কৃতির বিকাশ একান্ত জরুরি। রাজ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর বছরব্যাপী যে সকল অনুষ্ঠান করে থাকে তার অন্যতম হচ্ছে বসন্ত উৎসব।

এই উৎসব মানেই প্রাণে মনে আনন্দের দোলা।

ADVERTISEMENT

Click here