রাজ্যের চা শ্রমিকদের ২৫ বছরের যন্ত্রণা থেকে অবশেষে মুক্তি দিতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের মাধ্যমে রাজ্যের চা শ্রমিকদের জীবনের মানোন্নয়ন করতে চলেছে রাজ্য সরকার। ৮৫ কোটি টাকার প্রকল্পে চা শ্রমিকদের প্রদান করা হবে নিজের নামে বাড়ির জায়গা। সেই সাথে দেওয়া হবে জমির এলটমেন্ট। চা বাগান সংশ্লিষ্ট এলাকাগুলিতে সমস্ত সুবিধাযুক্ত পরিবেশ তৈরী করা হবে চা শ্রমিকদের জন্য। প্রতি পরিবার পাবে পিজি রেশন কার্ড। সামাজিক ভাতা, স্বাস্থ্য বীমা সহ বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় আসতে চলেছেন চা শ্রমিকেরা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।