রাজ্যের প্রতিটি গ্রামকে আদর্শ গ্রামে পরিণত করার প্রচেষ্টা নেওয়া হয়েছে।
প্রতিটি গ্রামেই থাকবে বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা। উন্নয়নের মাধ্যমেই গ্রাম স্বরাজ গঠন করা হবে।
আজ বিশ্রামগঞ্জে নবনির্মিত জেলা পঞ্চায়েত রিসোর্স সেন্টার ও সখি ওয়ান স্টপ সেন্টারের নর্মিত পাকাভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন।
তিনি বলেন, এডিসি এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, রাজ্য সরকার সবাইকে নিয়ে চলার চেষ্টা করছে। উন্নয়নের ক্ষেত্রে বর্তমান সরকার কোন পক্ষপাতিত্ব করেনা। রাজ্য সরকারের লক্ষ্যই হচ্ছে সবকা সাথে সবকা বিকাশ।
তিনি বলেন, রাজ্যের মহিলারা যাতে আর্থিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে পারেন সেই জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে।