Tripura News Live
● By tripuranewslive ● 3 Aug 2023
রাজ্যে ডেঙ্গুতে মৃত্যু এক ব্যাক্তির। মৃতের নাম সুভাষ সরকার বলে জানা গেছে। মৃতের বাড়ি ধনপুরের শঙ্খমুড়ায়। রাজ্যে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা সামনে আসার পর এখন দেখার বিষয় ডেঙ্গু প্রতিরোধে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর কত দ্রুত আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে।