Tripura News Live

[t4b-ticker]

রাজ্য থেকে আরও বেশি সংখ্যায় আইএএস পড়ার জন্য নজর দিতে হবে : জনজাতি কল্যাণমন্ত্রী

রাজ্য সরকার রাজ্যে গুণগত শিক্ষার প্রসারের উপর বিশেষ গুরুত্বারোপ করেছে। ছাত্রছাত্রীদের এই সুযোগ কাজে লাগাতে হবে। গুণগত শিক্ষায় শিক্ষিত হয়ে রাজ্য থেকে কিভাবে আরও বেশি সংখ্যায় আইএএস, আইপিএস হওয়া যায় সেই বিষয়ে তাদের নজর দিতে হবে।

আমবাসা মহকুমার পূর্ব নালীছড়ায় ৪৮০ আসন বিশিষ্ট একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করে জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া একথা বলেন।

তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার জনজাতি এলাকার উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছে।

বিগত সরকারের সময়ে যেখানে ৫ হাজার জনকে এসটি কর্পোরেশন থেকে ঋণ দেওয়া হয়েছিলো সেই জায়গায় বর্তমান সরকারের সময় এখন পর্যন্ত ৮ হাজার ৭০০ জনকে এসটি কর্পোরেশন থেকে ঋণ দেওয়া হয়েছে।

রাজ্যের সব অংশের মানুষের সার্বিক কল্যাণের লক্ষ্যে যে সমস্ত উন্নয়নমূলক কাজ হচ্ছে তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

পূর্ব নালীছড়ার একলব্য মডেল আবাসিক বিদ্যালয়টির দ্বিতল ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৫১ লক্ষ টাকা।

ADVERTISEMENT