Tripura News Live

[t4b-ticker]

রাজ্য সফরে এসে ৭টি প্রকল্পের শিলান্যাস করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

বুধবার পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী দুদিনের রাজ্য সফরে এলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মুখ্যসচিব, রাজ্য পুলিশের মহা নির্দেশক সহ অন্যান্য রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। বিমানবন্দরেই রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হয়। বুধবার রাজ্য সফরে এসে একের পর এক প্রকল্পের উদ্বোধন করেছেন। বুধবার রাজ ভবনে রাত্রি যাপন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশন থেকে দুটি যাত্রীবাহী ট্রেনের উদ্বোধন করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুজো দেবেন মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে। তারপর রাজ্য ত্যাগ করবেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই ত্রিপুরা সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে সবগুলো বকেয়া প্রকল্পের উদ্বোধন করা এবং জনজাতিদের বার্তা দেওয়া যথেষ্ট তাৎপর্য পূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল ।

ADVERTISEMENT