রাতে নেশা সামগ্রী কিনতে এসে স্থানীয় জনগনের হাতে আটক হল এক যুবক l ঘটনা সোমবার রাতে উদয়পুর মহকুমার খিলপাড়া এলাকায়। এদিন রাতে রাজারবাগ এলাকার যুবক রাজীব ভৌমিক ড্রাগস কিনতে যায় খিলপাড়া এলাকার বাসিন্দা জয়ন্ত দাশের কাছে। তখন এলাকাবাসীর সন্দেহ হওয়ায় রাজীব ভৌমিককে আটক করে উত্তম মধ্যম দেয়। পরে রাধাকিশোরপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেশা সামগ্রী বিক্রেতা জয়ন্ত দাশ ও নেশা সামগ্রী কিনতে আসা রাজীব ভৌমিককে আটক করে থানায় নিয়ে যায়।