রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকালে গন্ডাছড়া-অমরপুর সড়ক অবরোধ করল কালাজারি এলাকাধিন ২৮ টি ভিলেজের লোকজনেরা।বৃষ্টিকে উপেক্ষা করেই চলে এই অবরোধ কর্মসূচি।এদিন গন্ডাছড়া বাজারের হাট বার। তাই হাটবার হওয়ার কারনে অবরোধের জেরে এই সড়কে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। রাস্তার দু’দিকে ছোট বড় বহু যানবাহন আটকে পড়ে। অবরোধের কারনে জন দুর্ভোগ চরম আকার ধরে।