Tripura News Live

[t4b-ticker]

রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে খাদ্যনালীর ক্যান্সারের সফল অস্ত্রোপচার

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের একের পর এক সফল অস্ত্রোপচার অব্যাহত রয়েছে।

গত ৫ মার্চ উক্ত হাসপাতলের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ৫৪ বৎসর বয়সি এক ভদ্রলোকের খাদ্যনালীর ক্যান্সারের সফল অস্ত্রোপচার করেন।

তিনি সঠিকভাবে খাবার খেতে পারতেন না। এছাড়াও বিভিন্ন ধরনের অসুবিধা ছিল। এই সমস্ত উপসর্গগুলি নিয়ে চিকিৎসকদের শরণাপন্ন হলে পরীক্ষা নিরীক্ষায় উনার খাদ্যনালিতে ক্যান্সার ধরা পরে।

এরপর আগরতলায় রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের চিকিৎসা করার জন্য তিনি ভর্তি হন।

পরিশেষে হাসপাতালে আরও পরীক্ষা নিরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকগণ তার খাদ্যনালীর অস্ত্রোপচার করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন।

দশঘন্টাব্যাপী উক্ত অস্ত্রোপচারের টিমে ছিলেন অঙ্কোসার্জন ডাঃ আশিস কুমার গুপ্তা,ডাঃ সুমন দাস, ডাঃ অম্লান দেববর্মা। সঙ্গে ছিলেন ডেন্টাল সার্জন ডাঃ ভাস্কর রায়, ডাঃ রাহুল দেব ও ডাঃ তন্নিষ্ঠা চৌধুরী প্রমুখ। অ্যানেসথেসিস্ট ছিলেন ডাঃ মৃণাল দেববর্মা ও ডাঃ পার্থ দেবর্মা।

বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে।

ADVERTISEMENT