রোমান স্ক্রিপ্টের দাবিতে রাজধানীর অভয়নগর ব্রীজের উপর রাস্তা অবরোধ করে তুইপ্রা স্টুডেন্ট ফেডারেশনের কর্মীরা।খবর পেয়ে সেখানে যায় এন সিসি থানার এস ডি পিও সহ বিশাল পুলিশ বাহিনী।বহু প্রচেষ্টার পর অবশেষে আন্দোলনকারীদের পুলিশ গ্রেফতার করে এডি নগর পুলিশ লাইন মাঠে নিয়ে যায়।