আগরতলা।।।লাল বাহাদুর ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো রাজ্যে বিনামূল্যে নেশা মুক্তি চিকিৎসা কেন্দ্র চালু করা হচ্ছে ।প্রতিমাসে প্রথম রবিবার ও শেষ রবিবার সকাল দশটায় লালবাহাদুর ক্লাবে বিনামূল্যে চিকিৎসা করানো হবে ।রাজ্যের বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দিব্যেন্দু রায়ের তত্ত্বাবধানে চলবে এই চিকিৎসা কেন্দ্র ।এই চিকিৎসা কেন্দ্র ে নেশা মুক্ত করার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হবে।আগাম নাম লেখাতে হবে ।প্রতিবার ১৫ জন করে রোগী দেখা হবে ।সারা রাজ্যের রোগীরা লাল বাহাদুর ক্লাবে এসে চিকিৎসার সুযোগ নিতে পারবেন ।বিনামূল্যে নেশা মুক্ত চিকিৎসার সুযোগ নেওয়ার জন্য লাল বাহাদুর ক্লাবের সভাপতি প্রণব সরকার সবার প্রতি আবেদন জানিয়েছেন ।শ্যামসুন্দর কোম্পানির সহায়তায় এই চিকিৎসা কেন্দ্র চালু করা হচ্ছে। ইতিমধ্যে লাল বাহাদুর ক্লাবে দাতব্য চিকিৎসা কেন্দ্র চালু রয়েছে ।প্রতি রবিবার বিনামূল্যে দাতব্য চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করানো হয় ।এছাড়া বিনামূল্যে ওষুধও দেওয়া হয় ।লাল বাহাদুর ক্লাবে অ্যাম্বুলেন্স পরিষেবা ও চালু রয়েছে ।একই সাথে শব বাহি গাড়িও রয়েছে লাল বাহাদুর ক্লাবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লাল বাহাদুর ক্লাবের সম্পাদক অমল দেববর্মা ছিলেন ক্লাব সহ-সভাপতি বিজন রায় ও পল্টু সাহা প্রমুখ।