Tripura News Live

[t4b-ticker]

লোকসভায় নতুন বন সংরক্ষণ সংশোধনী বিল পাশ

উত্তর পূর্ব রাজ্য মণিপুর ইস্যুতে হট্টগোলের মাঝেই লোকসভায় নতুন বন সংরক্ষণ সংশোধনী বিল পাশ করিয়ে নিল মোদি সরকার। কোনও রকম আলোচনা ছাড়াই বুধবার বিলটি পাশ হয়ে যায় লোকসভায়। বিতর্কিত এই বিলটি আইনে পরিণত হলে অরণ্যের অধিকার খর্ব হবে বলে অভিযোগ বিরোধীদের।
প্রসঙ্গত, ১৯৮০ সালের বন সংরক্ষণ আইন অনুযায়ী, বনভূমি এলাকায় কোনও ধরনের প্রকল্পের কাজ করা যাবে না। সেই আইন সংশোধন করে ‘জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ কৌশলগত প্রকল্প ও নিরাপত্তা বিষয়ক প্রকল্পের’ক্ষেত্রে বনভূমিকে ব্যবহার করার অনুমতি দিয়ে দিল কেন্দ্র।

ADVERTISEMENT

Click here