বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য বিধানসভার লবিতে অনুষ্ঠিত হল শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিন শপথ নিল তিপ্রা মথা দলের নব নির্বাচিত বিধায়ক বিধায়িকারা। এদিনই কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মণও শপথ নেন। নব নির্বাচিত বিধায়ক বিধায়িকাদের শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার বিধায়ক বিনয় ভূষণ দাস। এদিন তিপ্রা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনও উপস্থিত ছিলেন শপথ গ্রহন অনুষ্ঠানে।
শপথ গ্রহন শেষে তিপ্রা মথা দলের চেয়ারম্যান প্রদ্যুত কিশোর দেববর্মন সাংবাদিকদের জানান, আজ একটি আঞ্চলিক দল নিজেদের মাতৃভাষা ককবরকে শপথ গ্রহন করেছে। যা এই রাজ্যের জন্য গর্বের বিষয়।
বিধানসভা অধিবেশনে রাজ্যপালের ভাষনের পরেই তিপ্রা মথা দলের তরফে জনজাতি ও গোটা রাজ্যের মানুষের উন্নয়নের স্বার্থে বিভিন্ন ইস্যু তুলে ধরা হবে বলে জানান প্রদ্যুত কিশোর দেববর্মন।
তিনি বলেন বিরোধী দলনেতা কে হবেন তা আলোচনার মাধ্যমেই ঠিক করা হবে। তিনি বলেন দলের যে সমস্ত দাবী এবং ইস্যু রয়েছে তা বিধানসভার ভেতরে ও বাইরে তুলে ধরা হবে। বিরোধী দল হিসাবে রাজ্যের সকল অংশের মানুষের জন্য কাজ করবে বলে জানিয়েছেন প্রদ্যুত কিশোর দেববর্মন।