Tripura News Live

[t4b-ticker]

শহর আগরতলায় একটি ধন্যবাদ র‍্যালী বের করা হয়

সম্প্রতি রাজ্য বাজেট পেশ হয়েছে। এই রাজ্য বাজেটকে জনমুখী আখ্যা দিয়ে রাজ্য বিজেপির তরফ থেকে সোমবার শহর আগরতলায় একটি ধন্যবাদ র‍্যালী বের করা হয়। এই মিছিলে পা মেলান বিজেপির রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহা, বিধায়িকা মিমি মজুমদার প্রমুখ। বিজেপির বিভিন্ন মন্ডলের উদ্যোগে এদিন শহরে হয় এই মিছিল।

ADVERTISEMENT