বৃহস্পতিবার থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন।আগামী ১১ই আগস্ট পর্যন্ত চলবে অধিবেশন। চলতি বছরেই রয়েছে দেশের একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। আগামী বছর লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পরিস্থিতিতে এবারের অধিবেশনের উপরে বিশেষ নজর থাকবে। অন্যদিকে, মণিপুরের পরিস্থিতি নিয়ে উত্তপ্ত হতে পারে সংসদ। বিরোধী দলগুলি ইতিমধ্যেই মণিপুরে দুই মহিলাকে নিগ্রহের লজ্জাজনক ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে বিবৃতির দাবি করেছে।এদিকে মোট ১৭ দিনের অধিবেশনে আগের অধিবেশনে পেশ করা ৮টি বিল নিয়ে আলোচনা ও পাশের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি মোট ২১টি বিল পেশ ও আলোচনার জন্য নির্দিষ্ট করা হয়েছে বলে জানা গেছে।