Tripura News Live

[t4b-ticker]

সফল ইসরো। সফল চন্দ্রযান

সফল ইসরো। সফল চন্দ্রযান। আর এই সাফল্যে তিনি উচ্ছ্বসিত, সেটা আলাদা করে বলার দরকার পড়ে না। ভারত চাঁদের মাটি ছোঁয়ার পর প্রথম প্রতিক্রিয়াতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে দিলেন, “মহাকাশের মাটিতে নতুন ভারতের উদয় হল। ১৪০ কোটি ভারতবাসীর ইচ্ছেশক্তির জয় হল।” প্রধানমন্ত্রী বললেন, “এই সাফল্য শুধু ভারতের নয়। গোটা বিশ্বের।”এ তো গোল তত্ত্বকথা। নিজের ভবিষ্যৎ নিয়েও বলে দিলেন প্রধানমন্ত্রী। যা বললেন, সেটা বেশ মজারও আবার তাৎপর্যপূর্ণও। প্রধানমন্ত্রী বুধবার দক্ষিণ আফ্রিকা থেকে ভারচুয়ালি ইসরোর সদর দপ্তরে যোগ দিয়েছিলেন চন্দ্রযানের অবতরণ দেখতে। সেখান থেকেই বললেন,”পৃথিবীকে আমরা মা বলি। আর চাঁদকে বলি মামা। একটা সময় বলা হত চাঁদমামা অনেক দূরে। কিন্তু তিনি নিশ্চিত ভবিষ্যৎ প্রজন্ম বলবে, চাঁদমামা মাত্র একটি ট্যুর দূরে।”

ADVERTISEMENT

Click here