প্রথাগত শিক্ষা গ্রহণের পাশাপাশি সমাজের পারিপার্শ্বিক ঘটনাবলী সম্পর্কে ছাত্রছাত্রীদের সম্যক ধারণা থাকতে হবে।
ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিভাকে বিকশিত করতে পারলে সাফল্য লাভের ক্ষেত্রে গতি আসে এবং সাফল্যও আসে।
এজিএমসি ও জিবিপিতে বিবেকানন্দ বিচার মঞ্চ আয়োজিত মেগা রক্তদান শিবির ও মতবিনিময় কর্মসূচিতে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
মুখ্যমন্ত্রী রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন এবং রক্তদাতাদের সঙ্গে কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে বিবেকানন্দের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ।
এদিনের অনুষ্ঠানে এজিএমসি’র বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন মুখ্যমন্ত্রী।