Tripura News Live

[t4b-ticker]

সম্প্রতি কালে বাতিল ঘোষিত হওয়া ২ হাজার টাকার নোটের ৮৮ শতাংশই ফিরে গিয়েছে রিজার্ভ ব্যাংকের ঘরে

সম্প্রতি কালে বাতিল ঘোষিত হওয়া ২ হাজার টাকার নোটের ৮৮ শতাংশই ফিরে গিয়েছে রিজার্ভ ব্যাংকের ঘরে। বাজারে পড়ে রয়েছে মাত্র ১২ শতাংশ। ২০০০ টাকার নোট বদল করার ডেডলাইন শেষ হতে এখনও দু’মাস বাকি। ওই দু’মাসে বাকি ১২ শতাংশ টাকাও সরকারের ঘরে ফিরে যাবে বলে ধারণা অর্থনৈতিক মহলের। চলতি বছরের মে মাসের মাঝামাঝি রিজার্ভ ব্যাংক বাজার থেকে সব ২০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। বিবৃতি জারি করে রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে, কারও কাছে ২০০০ টাকার নোট থাকলে আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত তা ব্যাংকে জমা করা যাবে। একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে। যে কোনও ব্যাংকেই এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে।

ADVERTISEMENT

Click here