Tripura News Live

[t4b-ticker]

সলিসিটার জেনারেল পদে তুষার মেহতার মেয়াদ বাড়াল কেন্দ্র

সলিসিটার জেনারেল পদে তুষার মেহতার মেয়াদ বাড়াল কেন্দ্র। আরও তিন বছর এই পদে থাকবেন তিনি। এই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমতিতে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে অতিরিক্ত সলিসিটর জেনারেল বিক্রমজিৎ বন্দ্যোপাধ্যায়, বলবীর সিং, কেএম নটরাজ, এসভি রাজু, এন ভেঙ্কটরমন এবং ঐশ্বর্য ভারতীর।বিজেপি জমানায় ২০১৮ সালের ১০ই অক্টোবর সলিসিটার জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন তুষার মেহতা। এরপর দু’বার মোদির রাজ্যের বাসিন্দা বিশিষ্ট আইনজীবীর মেয়াদ বাড়ানো হয়। শুক্রবার মন্ত্রীসভার বৈঠকের পর নতুন করে তিন বছর মেয়াদ বাড়ানো হল তুষারের।

ADVERTISEMENT

Click here