Tripura News Live

[t4b-ticker]

সাংবাদিক কল্যাণে গৃহীত পদক্ষেপে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন প্রেস ক্লাবের

বর্তমান সরকার প্রতিষ্ঠার পর থেকেই সংবাদ মাধ্যম ও সাংবাদিকবান্ধর মনোভাব নিয়ে কাজ করে আসছে। যার প্রতিফলন রাজ্যের সংবাদ জগতের সাথে জড়িতদের কল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপের মাধ্যমেই ফুটে উঠেছে।

এই ধারা বজায় রেখে বেশি সংখ্যক সংবাদ কর্মীদের স্বাস্থ্য বীমার আওতায় আনার জন্য
তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্য অতিথিশালায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্য সরকার সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের আর্থ সামাজিক উন্নয়নে সদর্থক ভূমিকা নিয়ে কাজ করছে।

রাজ্যে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক এবং ওয়েব মিডিয়ার বিভিন্ন সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে শনিবার স্টেট গেস্ট হাউজে বৈঠকে বসেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

বিশেষ করে সাংবাদিকদের ইনসুরেন্সের বিষয়টি যাতে ক্যাবিনেটের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়ে তা কার্যকর করা হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়। এছাড়াও এক্রিডিটেশন কার্ড সহ সাংবাদিকদের স্বার্থ সম্বলিত বিভিন্ন দিক আলোচনায় উঠে আসে। মন্ত্রী ছাড়াও দপ্তরের পদস্থ আধিকারিক ও বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT

Click here