ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক পাঁচ বাংলাদেশি নাগরিক বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মনবাড়িয়ার আখাউড়া দিয়ে দেশে ফিরেছেন।
ফিরে আসা পাঁচ বাংলাদেশি নাগরিক হলেন, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ আলম, মোহাম্মদ হোসাইন, আব্দুল রহিম ও মোহাম্মদ দিদার। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের সহযোগিতায় তাদের ফিরিয়ে আনা হয়।
২০১৯ সালে সেপ্টেম্বর মাসে খাগড়াছড়ির রামগর সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে তারা আটক হন। পরে আদালতের নির্দেশে তাঁদেরকে আগরতলার নরসিংগড়স্থ স্টেট ওল্ড এজ হোমে রাখা হয়। বাংলাদেশে ঠিকানা নিশ্চিতের পর ত্রিপুরায় বাংলাদেশ সহকারি হাই কমিশনের সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
বৃহস্পতিবার ফেরত আসা এ পাঁচজনকে হস্তান্তরের সময় আখাউড়া সীমান্তে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, আখাউড়ার ইউএনও রোমানা আক্তার, ব্র্যাকের অভিবাসন কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তাদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার এবং ব্রাক-এর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।