Tripura News Live

[t4b-ticker]

সারা রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান পর্ব অব্যাহত রয়েছে

সারা রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান পর্ব অব্যাহত রয়েছে। এরই অঙ্গ হিসাবে বক্সনগর মন্ডলের উদ্যোগে বৃহস্পতিবার দুটি বুথে যোগদান সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমটি হয় ধনিরামপুর এডিসি ভিলিজের কমিউনিটি হলে বক্সনগর বিধানসভা কেন্দ্রের ৩৫ নং বুথের উদ্যোগে l যোগদান অনুষ্ঠানে তিপ্রা মথা, সিপিএম ও কংগ্রেস দল ছেড়ে ৩১ পরিবারের ৯৭ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।অপরদিকে বক্সনগর মন্ডল অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার কমলনগর কমিউনিটি হলের মাঠে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়।এই যোগদান সভায় সিপিএম কংগ্রেস দল ছেড়ে ১৬৪ পরিবারের ৪৯৩ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। পৃথক দুটি যোগদান সভায় উপস্থিত ছিলেন বক্সনগর মন্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা, সিপাহীজলা জেলা বিজেপির সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ আরো অনেকে l

ADVERTISEMENT

Click here