সোমবার থেকে বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদে শুরু হল বৈজ্ঞানিক সমীক্ষা। এদিন সকাল ৭টায় আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এই সার্ভে বা সমীক্ষা শুরু করে। আদালতের নির্দেশ অনুযায়ী, সমীক্ষার সময়ে দুই পক্ষের প্রতিনিধিরাই উপস্থিত রয়েছেন। গত ২১শে জুলাই বারাণসীর জেলা আদালত জ্ঞানব্যাপী মসজিদের বৈজ্ঞানিক সমীক্ষা করার অনুমতি দেয়। যদিও আদালতের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন মসজিদ ম্যানেজমেন্ট কমিটি।