Tripura News Live

[t4b-ticker]

সোমবার বৃষ্টির মধ্যেই উদয়পুর মহকুমার মির্জা এলাকায় বিভিন্ন ধানি জমি পরিদর্শন করলেন রাজ্যের কূষি মন্ত্রী রতন লাল নাথ

সোমবার বৃষ্টির মধ্যেই উদয়পুর মহকুমার মির্জা এলাকায় বিভিন্ন ধানি জমি পরিদর্শন করলেন রাজ্যের কূষি মন্ত্রী রতন লাল নাথ। ধানি জমি পরিদর্শনের পর মির্জা কমিউনিটি হলে কূষি ও কৃষক কল্যান দপ্তরের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন তিনি। সভা শেষে বিভিন্ন কূষি সামগ্ৰী বিতরন করা হয় কৃষকদের মধ্যে। এদিন প্রদীপ জ্বালিয়ে মন্ত্রী রতন লাল নাথ আলোচনা সভার সূচনা করেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার ও বিধায়ক অভিষেক দেবরায় সহ কূষি দপ্তরের বিভিন্ন অধিকারিকরা । মন্ত্রী আলোচনা সভায় বলেন, বর্তমান রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের ইচ্ছা কূষকদের আয় দ্বিগুণ করা । আর এই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে।রাজ্যে বিজেপি সরকার আসার পর উন্নয়ন হয়েছে ।আগের সরকার উন্নয়ন কিছুই করেনি বলে উল্লেখ করেন তিনি।

ADVERTISEMENT

Click here