সোমবার ভোর রাতে নাশকতার আগুনে পুড়ল কৃষি কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর। ঘটনা সাব্রুমের মনু বাজার থানার অন্তর্গত চালিতাছড়ি এলাকায়। এদিন ভোরে চালিতাছড়ি এলাকার বাসিন্দা শুকেন সেনের আয়ের একমাত্র উৎস ট্রাক্টরটির ইঞ্জিনে দুষ্কৃতিকারীরা প্রথমে লবণ ঢেলে দেয় এরপর তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় বলে জানা গেছে। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায় l