Tripura News Live

[t4b-ticker]

“সৌন্দর্য”, তা সঠিক ভাবে উপলব্ধি করা যায় তার উপস্থাপনায়

একটি মানুষের সৌন্দর্য প্রস্ফুটিত হয় তার ব্যক্তিত্বে। সেই রকমই এক অসাধারন ব্যক্তিত্ব হলেন দেবশ্রী চক্রবর্তী। তিনি নিজে ২০১৯ সালে মিসেস ডিভাইন ডিভা এম্প্রেস অব দ্য নেশন প্রতিযোগিতায় অংশ নিয়ে খেতাবের মুকুট পান পুনে শহর থেকে। একেবারে অন্য এক পর্যায় থেকে নিজের সুপ্ত প্রতিভাকে প্রস্ফুটিত করে নিজেকে এই গ্ল্যামার দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে পেরেছেন।

এখন তিনি আরও অন্য মহিলাদের, যারা এই গ্ল্যামার দুনিয়ায় আসতে চাইছেন, কিন্তু তাদের মডেল হওয়ার জন্যে প্রয়োজনীয় শারীরিক গঠনগত যোগ্যতা নেই, তাদেরকে এগিয়ে আনতে অগ্রণী ভুমিকা গ্ৰহণ করেছেন তিনি। এক সেরা সৌন্দর্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে ইচ্ছুক মহিলাদের সৌন্দর্যের প্রশিক্ষণ দিয়ে সেই সমস্ত গ্ল‍্যামার দুনিয়ায় পিছিয়ে পড়া মহিলাদের সুযোগ করে দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন। মহালয়ার পূণ্যলগ্নে দেবশ্রীর মস্তিস্কপ্রসূত সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট উন্মোচন হল।

“নিউ ইউ ইভেন্টস”এর পরিচালনায় ও সামারহ্ ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড এর সহযোগিতায় কলকাতার হায়াত রিজেন্সীতে উন্মোচিত হল ‘মিস এন্ড মিসেস পার্সোনা অব ইন্ডিয়া ২০২১’ এর মুকুট। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার অংশগ্রহনের দ্বারোদ্ঘাটন ঘটল মহালয়ার দিন। ফাইনাল প্রতিযোগিতা হবে ডিসেম্বরে। দেবশ্রী চক্রবর্তি আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান এখানোও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুকদের জন্য দ্ধার খোলা রয়েছে ডিসেম্বর মাস পর্যন্ত।
আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা জয় সেনগুপ্ত, বিখ্যাত গায়িকা ও অভিনেত্রী জোজো মুখার্জ্জী, দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক অভিষেক বসু, অভিনেত্রী মালবিকা ব্যানার্জ্জী, তারকা ফ্যাশন ডিজাইনার তেজস গান্ধী, সিটি নেটওয়ার্কের কর্ণধার সুরেশ সেঠিয়া ও প্রখ্যাত প্লাস্টিক সার্জন ডাঃ মনোজ খান্না।এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বেশ কয়েকজন মডেল।


অনুষ্ঠানের আয়োজক দেবশ্রী চক্রবর্তী জানান “গত দুবছরে মানুষ এই প্যান্ডেমিকের দরুন যে পরিমানে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় একটু নিজেকে আনন্দ দান করা। এই সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে আমরা শুধুমাত্র সুন্দরী নয়, বেছে নেব ব্যক্তিত্বের অধিকারিনীকে। প্রত্যেক প্রতিযোগির কাছে খুলে যাবে এক নতুন পথ।ভবিষ্যতে ফ্যাশন জগতে নিজেদের প্রতিষ্ঠিত করতে অনেক সুযোগ দেবে এই প্রতিযোগিতা।শুধুমাত্র তাই নয় নারী স্বশক্তিকরনের পথেও আর একধাপ এগিয়ে দেবে এই প্রতিযোগিতা।দেবশ্রী চক্রবর্তী আমাদের জানান, “আমি সকল জুরি, অতিথি, স্পনসর, বন্ধু, শুভানুধ্যায়ী, মিডিয়া বন্ধুদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।এই প্রতিযোগিতা ভারতের এক অন্যতম শ্রেষ্ঠ প্রতিযোগিতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে বলেই আশা রাখি”। 

ADVERTISEMENT