Tripura News Live

[t4b-ticker]

স্বনির্ভরতার ভাবনায় সোসাইটি পরিচালিত লক্ষ্মীবিলের ৩০ জন মহিলা ভেষজ উপায়ে সম্পূর্ণ রাসায়নিকমুক্ত আবির তৈরি করছেন

স্বনির্ভরতার ভাবনায় সোসাইটি পরিচালিত লক্ষ্মীবিলের ৩০ জন মহিলা ভেষজ উপায়ে সম্পূর্ণ রাসায়নিকমুক্ত আবির তৈরি করছেন।

রঙের উৎসব হোলিকে সামনে রেখে, বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় প্রশিক্ষণ প্রাপ্ত ৩০ জন মহিলা এই ভেষজ আবির তৈরি করছেন।

গতকাল মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে লক্ষ্মীবিলের ৩০ জন মহিলা লক্ষ্মী ভেষজ আবির মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে তুলে দেন।

তাদের এই উদ্যোগের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, জৈব পদ্ধতিতে তৈরি এই আবিরের মানব স্বাস্থ্যের উপর কোনও ক্ষতিকারক প্রভাব নেই। কারণ সম্পূর্ণ রাসায়নিকমুক্ত পদ্ধতিতে পার্শ্বপ্রতিক্রিয়াহীন এই আবিরগুলি তৈরি করা হয়েছে। পরিবেশ বান্ধব এই আবির বড় মাত্রায় বাণিজ্যিকভাবে তৈরি করার জন্য তিনি মহিলাদের অনুপ্রাণিত করেন।

তার পাশাপাশি আগামীদিনে এই ধরনের আবির তৈরিতে মহিলাদের আরও বেশি করে এগিয়ে আসার কথা বলেন মুখ্যমন্ত্রী।

ADVERTISEMENT

Click here