হিংসা বিধ্বস্ত মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৃহস্পতিবার। বৈঠকের শুরুতে তিনি জানালেন, ধীরে ধীরে মণিপুরে শান্তি ফিরছে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মণিপুর নিয়ে ওয়াকিবহাল রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। প্রসঙ্গত, মে মাসের প্রথম থেকেই জাতি সংঘর্ষের আগুনে জ্বলছে মণিপুর। হিংসার জেরে প্রাণ হারিয়েছেন ১৭০ জনেরও বেশি মানুষ।সংঘর্ষ শুরু হওয়ার পর এই প্রথমবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বিরেন সিং। সূত্রের খবর, অমিত শাহ নিজেই মণিপুরের মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়েছিলেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনেই এই বৈঠক হয়েছে। সরকারিভাবে এই বৈঠকের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে বিরেন সিং বলেন, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মণিপুর। রাজ্যজুড়ে শান্তি ফিরেছে। রাজ্যের পরিস্থিতির দিকে সর্বক্ষণ নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।