হীরুধন দেব স্মৃতি নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ফাইন্যাল ম্যাচের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব
এমবিবি স্টেডিয়ামে হীরুধন দেব স্মৃতি নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর ফাইন্যাল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এমবিবি স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী পৌঁছলে তাকে আয়োজকদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।
মুখ্যমন্ত্রী শ্রীদেব প্রয়াত হীরুধন দেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরে তিনি ফাইনালে মাচে অংশগ্রহণকারী দু’দলের খেলোয়াড়নের সাথে পরিচিত হন।
মুখ্যমন্ত্রী শ্রীদেব এমবিবি স্টেডিয়ামের ইন্ডোর হলটি পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন।
বেশ কিছুক্ষণ তিনি ফাইন্যাল ম্যাচটি উপভোগ করেন।